Ramadan Dua List With Bangla Translation – রমজানের দোয়ার তালিকা বাংলা অনুবাদ সহ

1. Dua for Breaking the Fast (Iftar)

اَللّٰهُمَّ اِنَّی لَکَ صُمْتُ وَبِکَ اٰمَنْتُ وَعَلَيْکَ تَوَکَّلْتُ وَعَلٰی رِزْقِکَ اَفْطَرْتُ

Bangla Translation: “হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করেছি।”

2. Dua for Seeking Forgiveness (Istighfar)

أَسْتَغْفِرُ اللَّه

Bangla Translation: “আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

3. Dua for Paradise and Protection from Hellfire

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

Bangla Translation: “হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে তোমার আশ্রয় চাই।”

4. Dua for Laylatul Qadr (Night of Power)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Bangla Translation: “হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন।”

5. General Dua for Acceptance of Fasting and Good Deeds

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا

Bangla Translation: “হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন।”

6. Dua for Seeking Mercy

رَبِّ ارْحَمْنِي

Bangla Translation: “হে আমার রব, আমার প্রতি রহম করুন।”

7. Dua for guidance

اللَّهُمَّ اهْدِنِي

Bangla Translation: “হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন।”

8. Dua After Sighting the New Moon (for Ramadan or Eid)

اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ 

 Bangla Translation: “আল্লাহু আকবার। হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা, ঈমান, শান্তি, ইসলাম এবং যা আপনি পছন্দ করেন ও সন্তুষ্ট হন তার তাওফিকসহ উদিত করুন। আমাদের এবং তোমার রব আল্লাহ।”

Related Duas